ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ১৪ সদস্যের দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন বয়েড র‌্যানকিন। ফিরেছেন কেভিন ও'ব্রায়েন ও পল স্টারলিং।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজে বয়েড র‌্যানকিন এবং লেগ স্পিনার জেকব মুল্ডারকে পাবে না আইরিশরা। ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট, ৭টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেললেও, পরে আবারো আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন র‌্যানকিন।

তবে দীর্ঘকায় এই পেসারকে না পেলেও, চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার কেভিন ও'ব্রায়েন ও পল স্টারলিং। দলের বাকি সদস্যরা হলেন, অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু বলবার্নি, পিটার চেস, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মারটাগ, অ্যান্ড্রিউ ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, নিল ও'ব্রায়েন, স্টুয়ার্ট থম্পসন, গ্যারী উইলসন এবং ক্রেইগ ইয়াং। আগামী ৫ই মে ব্রিস্টলে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল। ৭ই মে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে লর্ডসে।

No comments

>
Powered by Blogger.