শান্তর সেঞ্চুরিতে আবাহনীর জয় আরটিভি অনলাইন রিপোর্ট | ১৭ এপ্রিল ২০১৭, ২২:৩৪

ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে জয় পেয়েছে আবাহনী, লিজেন্ড অব রুপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর। 
পারটেক্সকে ৭ উইকেটের হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সের ২৩৫ রানের টার্গেটে খেলতে নেমে আবাহনী দলীয় ১৮ ও ৪৩ রানে দুটি উইকেট হারায়।
তৃতীয় উইকেটে দলের হাল ধরেন নাজমুল হাসান শান্ত। ১০৯ বলে ৫টি চার ও ৪টি ছক্বার সাহায্যে ১০১ রান করে অপরাজিত ছিলেন তিনি। 
চলতি প্রিমিয়ার লিগে এটি পঞ্চম সেঞ্চুরি। ম্যাচটি ৬৯ বল হাতে রেখেই জয় পেয়েছে আবাহনী। 
এর আগে টসে জিতে পারটেক্স স্পোর্টিং ক্লাব ব্যাটিং নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৪ রান করে মাঠ ছাড়েন। 
দিনের অপর খেলায় ৬৮ রানে শেখ জামালকে হারিয়েছে মুশফিক-মাশরাফির লিজেন্ড অব রুপগঞ্জ। 
বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ড অব রুপগঞ্জের ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে ৪৬ ওভার ২ বলে ২৩৬ রানে অল আউট হয় শেখ জামাল। 
এর আগে টসে জিতে রুপগঞ্জ  ব্যাটিংয়ে  নেমে  মুশফিক ও নাইমের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান করে রুপগঞ্জ। 
দিনের আরেক খেলায় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। 

No comments

>
Powered by Blogger.