গেইল-কোহলিদের ক্লাবের সাবেক মালিক গ্রেপ্তার ১৯ এপ্রিল ২০১৭, ১৮:১৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাবেক মালিক বিজয় মালিহা গ্রেপ্তার হয়েছেন। গতকাল লন্ডনের তাঁকে গ্রেপ্তার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। ভারতের এই বিজনেস টাইকুনের বিপক্ষে ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। গতকালই তাঁকে ওয়েস্ট মিনস্টার কোর্টে পেশ করা হয়। অনেক দিন ধরেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর থেকেই নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী।
গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার পর অবশ্য জামিন পেয়ে যান এই ব্যবসায়ী। আটক হওয়ার ৩ ঘণ্টার মধ্যেই তাঁর জামিন মঞ্জুর করেছেন ওয়েস্ট মিনস্টার আদালত।
জামিন পাওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন বিজয় মালিহা। টুইটারে গেইল-কোহলিদের ক্লাবের সাবেক এই মালিক বলেন, ‘আদালতে আজ শুনানির দিন ছিল। এটিকেই বড় করে দেখিয়েছে ভারতীয় মিডিয়া ।’
ভারতের ১৭টি ব্যাংকের কাছে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেগুলো আর ফেরত দেননি বিশ্ববিখ্যাত ব্যান্ড কিংফিশারের মালিক। একাধিকবার তলব করলেও আদালতে হাজির হননি বিজয় মালিয়া। এরপর গত বছরের এপ্রিলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
যুক্তরাজ্য সরকারের কাছে মালিহাকে ফেরত চেয়ে আবেদন জানিয়েছে ভারত। গত বছরের ২ মার্চ দেশ ছেড়ে পালিয়ে যান বিজয় মালিয়া।
No comments
Post a Comment