জঙ্গলে মঙ্গলের খোঁজে মাশরাফি
মাশরাফি বিন মর্তুজা আর দুরন্তপনা যেনো একসূত্রে গাঁথা। বয়স হয়ে গেছে ৩৩, তাতে কী? এখনো তিনি দুরন্তপনায় মেতে থাকেন চঞ্চল বালকের মতো। তারই যেনো জ্বলন্ত প্রমাণ মিললো এবার।
সদ্যই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি। শ্রীলঙ্কায় সেই অবসরের ঘোষণা দিয়ে দেশে ফিরেই প্রিমিয়ার লিগ খেলতে মাঠে নেমে পড়েন তিনি। আর টানা খেলার মধ্যে থাকায় বেশ ক্লান্তিও বোধ করেন ম্যাশ। তাই নববর্ষে পাওয়া ছুটিতে কোলাহল ছেড়ে জঙ্গলে অবকাশ যাপন করলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সেখানে দু’দিন কাটিয়েছেন বাংলাদেশের এ লড়াকু ক্রিকেটার। জঙ্গলে মঙ্গল রয়েছেও বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
এসব তথ্য নিজেই জানিয়েছেন মাশরাফি। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
রোববার সকালে অফিসিয়াল পেজে তিনি লিখেছেন, কোলাহল ছেড়ে অবকাশে জঙ্গলে দুইটা দিন
জঙ্গলেই মঙ্গল....
বাংলাদেশ ক্রিকেট এখন যে পর্যায়ে আছে তা মূলত মাশরাফির নায়কোচিত ভূমিকার কারণেই। তার নেতৃত্বেই হুঙ্কার দিয়ে খেলতে শিখেছে টাইগাররা। বাংলাদেশ এখন সব ফরম্যাটেই সমীহ জাগানিয়া দল। পায়ে ৮টা অস্ত্রোপচার নিয়েও মাঠে অদম্য তিনি। তার নেতৃত্বেই জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ। এর প্রস্তুতি হিসেবে মে’তে তার অধীনেই আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ খেলবে টাইগাররা।
মাশরাফি এখন পর্যন্ত ১৭২টি ওয়ানডে খেলেছেন। ৩০. ২৬ গড়ে নিয়েছেন ২২৫ উইকেট। যা কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ শিকার। এ ফরম্যাটে তার সেরা শিকার ২৬ রানে ৬ উইকেট। ৩৬ টেস্ট খেলে ৪১.৫৩ গড়ে নিয়েছেন ৭৮ উইকেট। আর ৫৪ টি-টোয়েন্টিতে ৩৬.৩৮ গড়ে নিয়েছেন ৪২ উইকেট।
এসব তথ্য নিজেই জানিয়েছেন মাশরাফি। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
জঙ্গলেই মঙ্গল....
No comments
Post a Comment