মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামালের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ম্যাচে হেসেছে মুশফিকুর রহিমের ব্যাট। শেখ জামালের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয় রূপগঞ্জ। ম্যাচের ৩৫তম ওভারে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ১১৫ বলে ৮ চার ও ১ ছক্কায় এ সেঞ্চুরি হাঁকিয়েছেন রূপগঞ্জ অধিনায়ক।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৯ রানে অপরাজিত আছেন মুশফিক।
চলমান প্রিমিয়ার লিগে এটি তৃতীয় সেঞ্চুরি। এ লিগে প্রথম সেঞ্চুরি করেন মোসাদ্দেক হোসেন সৈকত। খেলাঘরের বিপক্ষে ৮৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেন এ অলরাউন্ডার। তার অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটে জয় তুলে নেয় আবাহনী।
এরপর সেঞ্চুরি করেন ফিনিশিং অলরাউন্ডার নাসির হোসেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। ৯ চার ও ৫ ছক্কায় এ ইনিংস সাজান জাতীয় দলে ব্রাত্য অলরাউন্ডার। ওই ম্যাচে নাসিরের ব্যাটে ভর করে ৭৮ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় ছিনিয়ে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৯ রানে অপরাজিত আছেন মুশফিক।
No comments
Post a Comment