পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তিন বছর পর দলে ফিরেছেন ওপেনার কাইরেন পাওয়েল। এছাড়াও করিবিয়ানদের দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ভিসুয়াল সিং ও শিমরন হেটমায়ার।

তবে ওয়েস্ট ইন্ডিজের গেল টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেছেন মারলন স্যামুয়েলস, ডেরেনে ব্র্যাভো ও লিওন জনসন। ক্যারিবিয়ানদের হয়ে শেষ টেস্ট পাওয়েল খেলেছিলেন ২০১৪ তে। এরপর ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়ে বেসবলে মনযোগী হয়েছিলেন এই ওপেনার। তবে সেখানে সফলতা না পেলে আবারো তিনি ব্যাট বলের লড়াইয়ে ফেরার সিদ্ধান্ত নেন।

এ মৌসুমে ক্যারিবিয়ানদের ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে নির্বাচকদের দৃষ্টি কাড়েন ২১ টেস্ট খেলা পাওয়েল। কিংস্টনে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী শুক্রবার মাঠে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

No comments

>
Powered by Blogger.