দিল্লিকে হারিয়ে শীর্ষে কলকাতা

দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একইসঙ্গে ফের লিগ তালিকায় শীর্ষে উঠে এল দলটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের) ১৮ তম ম্যাচে ১৬৮ রান তাড়া করতে নেমে ম্যাচ জেতে কলকাতা।
টস জিতে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক জাহির খান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দারুণ শুরুও করে দিল্লি।
করুন নায়ার (২১ রান), শ্রেয়স আইয়াররা (২৬ রান) ভালো শুরু করেও বড় রান করতে পারেননি। শেষদিকে ঋষভ পান্থ (১৬ বলে ৩৮ রান) ও ক্রিস মোরিস (৯ বলে ১৬ রান) কিছুটা রান করলেও ডেথ ওভারে কেকেআর অসাধারণ বল করে।
নাথন কুল্টার-নাইল ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া কলকাতার হয়ে সুনীল নারিনও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৭ রানে শেষ হয় দিল্লির ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ফের ওপেনিংয়ে বদল আনে কেকেআর। গৌতম গম্ভীরের সঙ্গে নামেন কলিন গ্র্যান্ডহোম। তবে জাহির খানের বলে মাত্র ১ রান করে তিনি ফিরে যান। এরপরে রবীন উথাপ্পাও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।
মাত্র ২১ রানের মধ্যে ৩ উইকেট খোয়ায় কলকাতা। তবে সেখান থেকে ফের একবার দলকে টেনে তোলেন মনীশ পাণ্ডে ও ইউসুফ পাঠান জুটি। চতুর্থ উইকেটে দুজনে মিলে ১১০ রান যোগ করেন। অনবদ্য অর্ধশতরান করে পাঠান ৫৯ রানে মোরিসের বলে ফিরে গেলেও মনীশ পাণ্ডে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে ৬৯ রানে অপরাজিত থাকেন।
ম্যাচে জয়ের ফলে ৫ ম্যাচে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে ফের একবার মুম্বইকে টপকে লিগ তালিকায় শীর্ষে চলে গেলো কেকেআর। এদিকে দিল্লি চারটে ম্যাচ খেলে ২টি জয়েই আটকে রইল।

No comments

>
Powered by Blogger.