নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন

অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের ফাইনালে এবার থাকছে চমকই। চ্যাম্পিয়ন যে-ই হোক না কেন, অস্ট্রেলিয়ান ওপেন পাবে নতুন চ্যাম্পিয়ন। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুখোমুখি হবেন সিমোনা হালেপ ও ক্যারোলিন ওজনিয়াকি। দুজনই এবার প্রথমবারের মতো পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকেট।
সেমিফাইনালের লড়াইটা বেশ জমে উঠেছিল সাবেক নাম্বার ওয়ান তারকা অ্যাঞ্জেলিক কেরবার ও ব্যাংকিংয়ের এক নাম্বার শীর্ষ বাছাই রোমানিয়ান সিমোনা হালেপের মধ্যে। তবে বর্তমান নাম্বার ওয়ান তারকার কাছে হেরে যান কেরবার। ২০১৬ সালের চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৩, ৪-৬ ও ৯-৭ গেমে হারিয়ে দেন সিমোনা।
সেমিফাইনালের অপর ম্যাচে অবাছাই বেলজিয়ামের এলিসে মের্টেন্সকে ৬-৩, ৭-৬ গেমে হারান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। মাত্র ৭০ মিনিট স্থায়ী সে ম্যাচে সহজ জয় তুলে নেন ওজনিয়াকি। এই টুর্নামেন্টের মাধ্যমে তৃতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ওজনিয়াকি।
প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন এ দুই তারকা। শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সিমোনাকে হারাতে পারলে তাঁকে সরিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান ফিরে পাবেন ওজনিয়াকি।
এদিকে প্রথমবারের মতো পুরুষ এককের ফাইনালে উঠেছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিস। ফাইনালে চিলিসকে সুইজারল্যান্ডের রজার ফেদেরার বা দক্ষিণ কোরিয়ার চুং হিউনের মুখোমুখি হতে হবে।

No comments

>
Powered by Blogger.