র‍্যাংকিংয়েও শীর্ষে ফিরলেন ওজনিয়াকি

প্রমীলা টেনিস র‍্যাংকিংয়ে বেশ কয়েকবার শীর্ষ স্থান অর্জন করা তারকার হাতে একবারের জন্যও গ্র্যান্ড স্ল্যামের শিরোপা উঠেনি! ভাবা যায়? কথা হচ্ছে ডেনমার্কের তারকা ক্যারোলিন ওজনিয়াকির কথা।
২০০৯ ও ২০১৪ সালের ইউএস ওপেনের ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাননি এই তারকা। রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ওজনিয়াকির গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হাতে নেয়ার আক্ষেপ অবশেষে ঘুচেছে। এবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন শীর্ষ বাছাই রোমান তারকা সিমোনা হালেপকে।
গতকাল শনিবার ম্যাচের ফাইনালে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করেছেন হালেপের সাথে। প্রথম সেটে নাম্বার ওয়ান তারকা তাকে বেশ ভুগিয়েছে। কিন্তু তিনি ম্যাচে দারুনভাবে ফিরে এসেছেন। ওজনিয়াকি ৭-৬ (২), ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে দেন হালেপকে।
প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওজনিয়াকি ছয় বছর পর ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান ফিরে পেলেন।
ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ওজনিয়াকি বলেন, ‘গত দেড় বছরে আমি প্রমাণ করেছি যে আমি যে কাউকেই হারাতে পারি। কিন্তু মিথ্যে বলব না, যখন ফাইনাল খেলতে কোর্টে নেমেছি আমি ভয়ে ছিলাম। দিনশেষে কি ঘটেছে, সেটা ব্যাপার নয়। আমি জিতেছি এবং নিজের পারফরম্যান্সে খুবই খুশি।’

No comments

>
Powered by Blogger.