অস্ট্রেলিয়াকে ভারতের ‘না’!
আগামী ডিসেম্বরে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে গোলাপি বলে টেস্ট খেলতে চেয়েছে অস্ট্রেলিয়া। কারণ, ২০১৪ সাল থেকে সেখানে একটি করে দিবা-রাত্রির ম্যাচ খেলে আসছে অসিরা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও ভারত আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, ওই ফরম্যাটে তারা খেলতে নারাজ। উপমহাদেশের ক্রিকেট বোর্ডকে রাজি করানোর আশায় থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত নিরাশ হতে হয় তাদের। ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, এ বছর গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট তাঁরা খেলবে না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে দেওয়া মেইলে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড এই মর্মে সম্মত হয়েছে যে ক্রিকেটাররা আগামী বছরের কোনো একসময় গোলাপি বলে ম্যাচ খেলবে। আপাতত তারা এই ফরম্যাটে খেলবে না। সুতরাং দিবা-রাত্রির ম্যাচ বাদ দিয়ে আগের ফরম্যাটেই খেলা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এ ব্যাপারে সম্মত হয়েছে। অসিদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শ পেয়েছি। আমরা এই গ্রীষ্মে অ্যাডিলেডে একটি দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে প্রতিশ্রুতিশীল ছিলাম। ভারতের এই বার্তার পর আমরা নিশ্চিত হলাম, এখানে দিবা-রাত্রির ম্যাচ নয়। বরং স্বাভাবিক ফরম্যাটেই খেলা অনুষ্ঠিত হবে। টেস্ট ফরম্যাটকে আরো জনপ্রিয় করার জন্য গ্রীষ্ম মৌসুমে অন্তত একটি দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে চেয়েছিলাম। ভারতের বিপক্ষেও খেলা হচ্ছে না। তবে আমরা আনন্দিত আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে গাব্বায়ই আমরা দিবা-রাত্রির ম্যাচ খেলতে পারব।’
No comments
Post a Comment