বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা
বিশ্বকাপের দল নিয়ে এমনিতেই তোপে আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দারুণ ছন্দে থাকা মাউরো ইকার্দির দল থেকে বাদা পড়া মেনে নিতে পারেননি অনেক আর্জেন্টাইন সমর্থক। এবার আরও বড় ধাক্কা খেতে হচ্ছে কোচ হোর্হে সাম্পাওলির। চোটের কারণে বিশ্বকাপের ২৩ সদস্যের দল থেকে ছিটকে গেলো গোলরক্ষক সার্জিও রোমেরো।
অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পেয়েছেন অভিজ্ঞ এ গোলরক্ষক। গতকাল মঙ্গলবার বুয়েন্স এইরেসে অনুশীলনের সময় চোট পান।
এএফএ এক বিবৃতিতে জানিয়েছেন, 'তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের যে দল অংশ নেবে রোমেরোকে সেখান থেকে বাদ দেওয়া হবে।'
খুব শিগগিরই রোমেরোর বিকল্পের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এএফএ।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। রোমেরোর বিকল্প হিসেবে এ দু'জনের সঙ্গে যোগ দিতে পরেন তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যান।
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক এই রোমেরো (৮৩ ম্যাচ)। টানা দু'টি বিশ্বকাপে (২০১০ ও ২০১৪) গোলপোস্ট পাহারা দিয়েছেন। আর এবার বিশ্বস্ত হাত দু'টি বগলদাবা করে টিভির সামনে বসে সতীর্থদের খেলা দেখতে হবে তাকে।
বিশ্বকাপের শুরু থেকেই বেশ বড় পরীক্ষার সামনে পড়তে হবে আলবিসেলেস্তেদের। 'ডি' গ্রুপে তাঁদের বাকি তিন প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। ১৬ জুন মস্কোয় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে লিওনেল মেসিদের।
অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পেয়েছেন অভিজ্ঞ এ গোলরক্ষক। গতকাল মঙ্গলবার বুয়েন্স এইরেসে অনুশীলনের সময় চোট পান।
এএফএ এক বিবৃতিতে জানিয়েছেন, 'তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের যে দল অংশ নেবে রোমেরোকে সেখান থেকে বাদ দেওয়া হবে।'
খুব শিগগিরই রোমেরোর বিকল্পের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এএফএ।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। রোমেরোর বিকল্প হিসেবে এ দু'জনের সঙ্গে যোগ দিতে পরেন তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যান।
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক এই রোমেরো (৮৩ ম্যাচ)। টানা দু'টি বিশ্বকাপে (২০১০ ও ২০১৪) গোলপোস্ট পাহারা দিয়েছেন। আর এবার বিশ্বস্ত হাত দু'টি বগলদাবা করে টিভির সামনে বসে সতীর্থদের খেলা দেখতে হবে তাকে।
বিশ্বকাপের শুরু থেকেই বেশ বড় পরীক্ষার সামনে পড়তে হবে আলবিসেলেস্তেদের। 'ডি' গ্রুপে তাঁদের বাকি তিন প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। ১৬ জুন মস্কোয় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে লিওনেল মেসিদের।
No comments
Post a Comment