দলের সঙ্গে অনুশীলনে নেইমার, বিশ্বকাপ শেষ রোমেরোর

বিশ্বকাপের আগে স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে ব্রাজিল দলে। ইনজুরি থেকে ফেরার পর প্রথম বার দলের সঙ্গে অনুশীলন করেছেন নেইমার। এছাড়াও রিও ডি জেনেইরো'র অনুশীলন ক্যাম্পে এদিন ঘাম ঝরিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও দানিলো।
বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রস্তুতি শুরু হয়েছে গেল মঙ্গলবার। তবে চ্যাম্পিয়ন্স লিগ ব্যস্ততায় দলের সঙ্গে এখনও যোগ দেননি মার্সেলো, ক্যাসেমিরো ও রবার্তো ফিরমিনো। রিওতে ছয় দিনের অনুশীলন শেষে সেলেসাওরা ক্যাম্প করবে টটেনহ্যামে।

এদিকে বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা শিবির। হাঁটুর ইনজুরির কারণে রাশিয়া যাওয়া হচ্ছে না দলটির প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরোর। বিপরীতে সুসংবাদও আছে। দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর গেল ২১ মে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেয় রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। এর দুই দিনের মাথায় ইনজুরির কালো থাবা আলবিসেলেস্তে শিবিরে। হাঁটুতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলটির প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরো।

বিশ্বকাপের জন্য অনুশীলন ক্যাম্পে শুরু থেকেই ছিলেন রোমেরো। দলের পক্ষ থেকেও বলা হয়েছিল মুলমঞ্চে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। তবে গেল ২২ মে অনুশীলনের পর ডান পায়ের হাঁটুতে চোট পান ম্যান সিটির এই গোলরক্ষক। ফলে রাশিয়াতে দর্শক বনেই থাকতে হচ্ছে তাকে।

আর রাশিয়া বিশ্বকাপ নিয়ে এক প্রকার জুয়া খেলেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। অভিজ্ঞদের বাদ দেয়ে স্কোয়াড সাজিয়েছেন টগবগে তরুণদের নিয়ে। বিষয়টি নিয়ে সমালোচনা হলেও, এই দলটি বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বলে মনে করেন অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হ্যারি কেইন।

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন বলেন, 'বিশ্বকাপ জেতার সামর্থ্য ইংল্যান্ডের আছে। এবং আমি বিশ্বাস করি ফুটবলাররা তা করে দেখাবে। এটা ঠিক আমাদের দলে তরুণ খেলোয়াড়ের সংখ্যা বেশি। তবে অভিজ্ঞরাও কিন্তু আছে। সুতরাং রাশিয়ায় আমরা বিশ্বকাপ জেতার জন্যই যাব।'

No comments

>
Powered by Blogger.