সাকিবের সামনে ২ মাইলফলক

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে টস জিতে ফিল্ডিং করছে সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হেরে অপরাজিত তকমা খোয়া গিয়েছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদের।
অন্য দিকে, গত ম্যাচে অজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়ে বেশ চনমনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অর্থাৎ আজ রোববারের ম্যাচটা দু'টি দলের কাছেই চ্যালেঞ্জের মতো। 
হোম টিম হায়দরাবাদের কাছে চ্যালেঞ্জ ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরা এবং প্রমাণ করা পাঞ্জাব ম্যাচটা স্রেফ একটা অঘটন ছিল, তেমনই ধোনির দল চেন্নাইয়ের কাছে প্রমাণের মঞ্চ, টুর্নামেন্ট শুরুর আগে যে দলকে বৃদ্ধাশ্রম আখ্যা দিয়ে ছিলেন বিশেষজ্ঞরা তা আদতে বৃদ্ধাশ্রম নয়। 

No comments

>
Powered by Blogger.