তামিম-সাব্বির বিহীন পেশোয়ার জালমিকে লজ্জাজনক হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

তামিম-সাব্বির বিহীন পেশোয়ার জালমিকে লজ্জাজনক হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

রতে নেমে শেষ পর্যন্ত পেশোয়ার জালমি সংগ্রহ দাঁড়ায় ১৪৮/৯ (২০ ওভার), ইসলামাবাদকে জয় পেতে হলে ১৪৯ রান করতে হত।রঙ্কি এবংফারহানের ব্যাটিং তান্ডবে শেষ পর্যন্ত ইসলামাবাদ ১৬.৫ ওভারের জয়ের দরজায় পৌছে যায়। ইসলামাবাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৪/৭ (১৬.৫ ওভার), ফলে ৩ উইকেটে জয় পায় ইসলামাবাদ।

এদিকে পিএসএলে রান তালিকায় শীর্ষে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ২৭ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে রীতিমত চমকে দিয়েছেন গোটা ক্রিকেটবিশ্বকে। জানালেন বয়স বাড়লেও তার প্রয়োজনীয়তা এখনো পুরায়নি ক্রিকেটে। ম্যাচটিতে চমৎকার ইনিংস খেলে দলকে জয় উপহার দেন আকমল।
চলতি পিএসএলে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৪২ গড়ে ৪২৪ রান তুলেছেন কামরান। তার সর্বোচ্চ ইনিংস ১০৭
অন্যদিকে আকমলের চেয়ে ২২ রান কম বাবর আজমের। তার চেয়ে একটি ইনিংস কম খেলে ৪০২ রান সংগ্রহ করেছেন আজম। তার এই রান সংখ্যা বাড়ার কোন সুযোগ নেই। কারণ ইতোমধ্যে জালমির বিপক্ষে হেরে শিরোপা ছোঁয়ার স্বপ্ন ভেস্তে গেছে কোয়েটার।
তৃতীয়তে রয়েছেন লুক রঞ্চি। ১০ ইনিংস খেলা লুকের রান সংখ্যা ৩৮৩। অর্থ্যাৎ আকমলের চেয়ে তিনি ৪১ রান পিছিয়ে তিনি। তাই বলাই যেতে পারে ফাইনালে কামরানের সঙ্গে তার ফাইট হলেও তাকে টপকে যেতে পারবেন না তিনি। কারণ শীর্ষে অবস্থান করতে এক সঙ্গে দুটি ভাগ্য কাজ করতে হবে তার পক্ষে। প্রথমত আকমলের ব্যর্থতা, দ্বিতীয়ত নিজের বড় ইনিংস।

No comments

>
Powered by Blogger.