কোন অধিনায়কের পরামর্শে তাঁর কেরিয়ার বিকশিত হয়েছিল, জানালেন কুলদীপ যাদব

মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলি নয়, কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের পরামর্শে তাঁর কেরিয়ার বিকশিত হয়েছিল বলে জানিয়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। একই সঙ্গে নিজের সাফল্যের শ্রেয় কেকেআরের প্রাক্তন বোলিং কোচ তথা পাকিস্তানি লেজেন্ড ওয়াসিম আক্রমকেও দিয়েছেন কুলদীপ।

source https://bengali.mykhel.com/cricket/who-s-advice-help-indian-spinner-kuldeep-yadav-most-in-his-career-013370.html?utm_source=/rss/sports-bengali-cricket-fb.xml&utm_medium=104.71.130.47&utm_campaign=client-rss

No comments

>
Powered by Blogger.