যেসব চ্যানেলে দেখা যাবে আজকের আইপিএল
আজ (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে থাকছে আটটি দল। অন্যদিকে আইপিএলের এই ১১তম আসরের অফিশিয়াল সম্প্রচার স্বত্ত্ব থাকছে স্টার স্পোর্টসের অধীনে। এছাড়া সারা বিশ্বের আরও অসংখ্য চ্যানেলে সম্প্রচার করা হবে আইপিএলের ম্যাচগুলো।
২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ৫ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে স্টার স্পোর্টস। প্রতি মৌসুমের জন্য তাদের গুনতে হবে ৫০৮ মিলিয়ন ডলার। ইংলিশের পাশাপাশি আরও পাঁচ ভাষায় খেলা সম্প্রচার করবে স্টার স্পোর্টস। এগুলা হলো- বাংলা, হিন্দি, তামিল, কানাড়া, তেলেগু। এছাড়া হটস্টারেও খেলাগুলো সরাসরি দেখা যাবে।
স্টার স্পোর্টস ও চ্যানেল নাইনের মাধ্যমে এবারের আইপিএলের ম্যাচগুলো দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। এক নজরে আইপিএলের সম্প্রচার চ্যানেলের তালিকা-
ভারত- স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি, স্টার স্পোর্টস ১, সুভার্না প্লাস, জলসা মুভিজ এইচডি, মা মুভিজ।
আমেরিকা- উইলো টিভি।
কানাডা- উইলো টিভি।
ইংল্যান্ড- স্কাই স্পোর্টস।
আফ্রিকা- সুপার স্পোর্টস।
মিডিল ইস্ট এবং নর্থ আফ্রিকা– বিইন স্পোর্ট।
পাকিস্তান– জিও সুপার।
বাংলাদেশ- চ্যানেল নাইন।
নিউজিল্যান্ড– স্কাই স্পোর্টস।
অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস।
আফগানিস্তান– লেমার টিভি।
কানাডা- উইলো টিভি।
ইংল্যান্ড- স্কাই স্পোর্টস।
আফ্রিকা- সুপার স্পোর্টস।
মিডিল ইস্ট এবং নর্থ আফ্রিকা– বিইন স্পোর্ট।
পাকিস্তান– জিও সুপার।
বাংলাদেশ- চ্যানেল নাইন।
নিউজিল্যান্ড– স্কাই স্পোর্টস।
অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস।
আফগানিস্তান– লেমার টিভি।
অনলাইনঃ
হটস্টার- ভারত, আমেরিকা, কানাডা।
ইয়ুপ টিভি- অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকা।
হটস্টার- ভারত, আমেরিকা, কানাডা।
ইয়ুপ টিভি- অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকা।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার-সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আগের ছয় আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব এবার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। অন্যদিকে আগেরবার সানরাইজার্সে খেলা মুস্তাফিজ এবারের মৌসুমে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আইপিএলের ১১তম আসরের সূচনার দিনেই মাঠে নামবে মুস্তাফিজের দল, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। অন্যদিকে সাকিবের প্রথম খেলা ৯ এপ্রিল।
No comments
Post a Comment