ব্যাট করছে মুম্বাই! ২৭ রানে হারাল ২ উইকেট

ব্যাট করছে মুম্বাই! ২৭ রানে হারাল ২ উইকেট

মুম্আইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়িয়েছে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চেন্নাই। ইতিমধ্যে ২৭ রান করতে গিয়ে গুরুত্বপূর্ণ ২টি উইকেট হারিয়েছে মুম্বাই।
মুম্বাই একাদশে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। গত আইপিএলে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেলেও এবার প্রথম ম্যাচেই দলে জায়গা করে নিয়েছেন কাটার বয়। বাংলাদেশের কোটি চোখ তার ৪ ওভারে।
গত দুই বছর তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০১৬ সালে আইপিএলের অভিষেকে দারুণ সাড়া ফেলেছিলেন ফিজ। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। এবং তাতে বড় অবদান ছিল তার। ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট।
কিন্তু গত আইপিএলটা ছিল একেবারেই হতাশার। শ্রীলঙ্কা সফর শেষ করে যোগ দিয়েছিলেন আইপিএল শুরু হওয়ার পাঁচ দিন পর। খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। কিন্তু বড়ই দু:স্বপ্ন ছিল ওই ম্যাচটি। ২.৪ ওভার বল করে দিয়েছিলেন ৩৪ রান। হতাশার এই ম্যাচের পর নামা হয়নি আর।
এ মৌসুমে মোস্তাফিজকে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। ফিজের নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছর হতাশায় কাটলেও এবার ভালো করার প্রত্যাশা নিয়ে ভারত যান মোস্তাফিজ। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কীভাবে নেন সেটা দেখার জন্য মুখিয়ে সবাই।

No comments

>
Powered by Blogger.