‘সাকিবকে হায়দরাবাদে ফিনিশার ভুমিকায় দেখতে চান’



  1. আগামীকাল শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১ তম আসরের পর্দা উঠবে। এবারে আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। হায়দরাবাদের প্লেয়িং একাদশ সাজাতে গিয়ে ভারতের সাবেক ক্রিকেটার, কলামিস্ট ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানিয়েছেন সাকিবকে এবার হায়দরাবাদের ফিনিশার ভূমিকায় দেখা যেতে পারে।

  2. ভারতীয় সাবেক ক্রিকেটারের প্লেয়িং একাদশে সাকিবকে পাঁচ নম্বরে নামানোর বিষয়টি বলা হয়েছে। মিডেল অর্ডারে নামার সুযোগ পাওয়ার ফলে সাকিবের হাতে সময় ও ওভার দুটোই থাকবে। আর তাই একটু দেখে-শুনে খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারবেন বাংলাদেশি বাঁহাতি অলরাউন্ডার।

  3. এ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, ‘সাকিবকে নাম্বার ফাইভে রাখবো। সে হায়দরাবাদের হয়ে দ্বৈত ভূমিকা পালন করতে পারবে। বল ও ব্যাট হাতে অবদান রাখতে পারবে। সে যেহেতু মিডেল অর্ডারে নামার সুযোগ পাবে সেহেতু তার সুযোগ রয়েছে হায়দরাবাদের ফিনিশার ভুমিকায় ম্যাচটি অনায়সে শেষ করে আসতে পারবেন।’

  4. আকাশ চোপড়ার মতে হায়দরাবাদের প্লেয়িং একাদশ :
  5. ১. কেন উইলিয়ামসন (অধিনায়ক)
  6. ২. শিখর ধাওয়ান
  7. ৩. ঋদ্ধিমান সাহা
  8. ৪. মানিষ পান্ডে
  9. ৫. সাকিব আল হাসান
  10. ৬. দীপক হুদা
  11. ৭. কার্লোস ব্রেথওয়েট
  12. ৮. রশিদ খান
  13. ৯. ভুবনেশ্বর কুমার
  14. ১০. সিদ্ধার্ত কল
  15. ১১. খলিল আহমেদ।

No comments

>
Powered by Blogger.