ইংলিশ ফুটবলে বর্ষসেরা সালাহ

কে হবেন এবারের মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার? বেশ কয়েক সপ্তাহ ধরে ইউরোপের ফুটবল পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল এই প্রশ্ন। একদিকে ৫ ম্যাচ হাতে রেখে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রাখা রাখা কেভিনো ডি ব্রইন, অন্যদিকে একের পর এক বিষ্ময় উপহার দিয়ে আপন আলোয় উজ্জ্বল মোহামেদ সালাহ।
শেষ পর্যন্ত ডি ব্রæইনকে হারিয়ে প্রিমিয়ার লিগের পেশাদার ফুটবলার্স এসোসিয়েশন (পিএফএ) এর বর্ষসেরা ফুটবলার জিতে নিয়েছেন সালাহ। লিভারপুলের হয়ে নিজের প্রথম মৌসুমেই রেকর্ড সর্বোচ্চ ৪১ গোল করেন মিশরীয় এই ফরোয়ার্ড। পরশু সন্ধ্যায় লন্ডনে এক আড়ম্বরপুর্ন অনুষ্ঠানের মাধ্যমে সালাহ’র হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেয়া হয়। ট্রফি হাতে ২৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘এটা সত্যিই অনেক বড় সম্মানের। পুরো মৌসুমেই আমি কঠোর পরিশ্রম করেছি, যার ফল পেলাম। এই ট্রফি জিততে পেরে আমি সত্যিই আনন্দিত।’

No comments

>
Powered by Blogger.